ভিডিও

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

প্রকাশিত: এপ্রিল ০৫, ২০২৪, ০৭:০৯ বিকাল
আপডেট: এপ্রিল ০৫, ২০২৪, ০৭:০৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি রাখাল সাইফুল ইসলামের (৩৬) মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করে বিএসএফ ও ভারতীয় পুলিশ।

নিহত সাইফুল রাধানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাসান আলীর ছেলে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে রোকনপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে ভারতের অভ্যন্তরে নিহত হন সাইফুল। গরু আনতে গিয়ে তিনি গুলির শিকার হন বলে জানিয়েছে বর্ডার সীমান্ত সংশ্লিষ্ট সূত্রগুলো। গুলির পর সঙ্গীরা পালিয়ে এলেও সাইফুলের মরদেহ বিএসএফ নিয়ে যায়।

বাংলাদেশের পক্ষে মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- রোকনপুর কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মো. আহাদ, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, সংশ্লিষ্ট ইউপি সদস্য রফিকুল ইসলাম ও মাহবুব হোসেন, গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, নিহতের বাবা হাসান আলী ও ভাই মো. রেজাউল।

উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, নিহত সাইফুলের ময়নাতদন্ত করা মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে। মরদেহ গ্রহণ করেন তার বাবা হাসান আলী ও ভাই রেজাউল। এসময় বিএসএফ সদস্যরা ও ভারতের মালদা জেলার হবিপুর থানার পুলিশ উপস্থিত ছিল।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS